বীমা কর্মীদের একদিনের ধর্মঘট কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে
বেস্ট কলকাতা নিউজ : মূলত ৫৪ মাস ধরে বেতন বৃদ্ধি বকেয়া হয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমার সর্বস্তরের কর্মচারীদের। গতকাল ২৮ শে জানুয়ারি ২০২২, শুক্রবার সারা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমার কর্মচারী ও আধিকারিকদের যৌথমঞ্চের আহবানে একদিনের ধর্মঘট পালিত পালিত হল মূলত কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি প্রত্যাহার তৎসহ বেতন বৃদ্ধি , পেনশনের উন্নতিকরণ ও জাতীয় পেনশন প্রকল্প বাতিলের দাবীতে।গতকাল ২৮শে জানুয়ারি শুক্রবার বেলা ১১টা নাগাদ আন্দোলনকারীরাও এমনকি প্রতিবাদে ফেটে পরেন মিডলটন স্ট্রিট্ এ “National Insurance” এর মুখ্য কার্যালয় এর সামনে জমায়েত করে।