বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত
বেস্ট কলকাতা নিউজ : বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে করোনা অতিমারীর কারণে। এরমধ্যেই গত মঙ্গলবার ৫ জানুয়ারি ছিল শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি ও আগামী ১২ জানুয়ারি যুব দিবস রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। আর মঠ কর্তৃপক্ষ এবার বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখলেন এই দুই উৎসবেই।এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান বেলুড় মঠ সারদাপীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজি মহারাজ।
এক্ষেত্রে বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্তদের প্রবেশ বন্ধ থাকবে অতিমারী পরিস্থিতির কারণে। তবে সারাদিন ব্যাপি এই অনুষ্ঠান দেখা যাবে এমনকি মঠের ইউটিউব চ্যানেলে।”ভক্তজন ও সাধারণ দর্শনার্থীদের কাছে তাঁর আরও অনুরোধ, “বাড়িতে থেকেই তারা যেমন ইউটিউব চ্যানেলে দুর্গাপূজা দেখেছেন, সেইভাবেই এবার তারা ইউটিউব চ্যানেলে যুব দিবসের অনুষ্ঠান দেখুন। মঠ কর্তৃপক্ষ আগামী ২০ জানুয়ারি পুনরায় বৈঠকে বসবেন আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে।”