ব্যবসা করতে টাটা মোটরস দিচ্ছে লোভনীয় আর্থিক সুবিধা
বেস্ট কলকাতা নিউজ : ব্যবসা করার জন্য টাটা মোটরস বড় সুযোগ এনে দিচ্ছে ব্যবসায়ীদের কাছে । চলতি মাসের ক্ষেত্রে যারা এস গোল্ড কিংবা অন্যান্য ছোট বাণিজ্যিক গাড়ি কিনবে তাদের বিশেষ আর্থিক সুবিধা দেবে দেশের অন্যতম বৃহৎত্তম গাড়ি উৎপাদন কারী এই সংস্থা। টাটার পক্ষ থেকে জানানো হয়েছে যে, লো ইন্টারেস্ট রেট রিস্ক স্কিমে ক্রেতারা ইএমআই’তে এক লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এর পাশাপাশি টাটা ডিলাইট স্কিমে ক্রেতারা ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বিমার সুযোগ পাবেন । ফলে এই মরশুমে গাড়ি কিনলে ক্রেতারা বিশেষ লাভবানই হবেন।সংস্থার তরফে জানানো হয়েছে যে সারা দেশের ১ হাজার ২২৪টি টাটার আউটলেটে এই সুবিধা পাওয়া যাবে ।
ইতিমধ্যে ছোট পণ্যবাহী ট্রাকের বাজারের ৬৬ শতাংশ দখল করে নিয়েছে টাটা মোটরস । সংস্থার তরফে বলা হয়েছে যে , মোট ২০ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে টাটা এস ক্যাটিগরিতে । সম্প্রতি এক বছর পূর্ণ করল টাটা এস গোল্ড। সেই উপলক্ষে ক্রেতাদের জন্য বেশ কিছু লোভনীয় অফার আনল তারা। সংস্থার দাবি, তাদের দেওয়া এই আর্থিক সুবিধাতে গাড়ির লাইনে আসা ব্যবসায়ীরা বিশেষ ভাবে উপকৃত হবেন। শুধু তাই নয়, সংস্থারও গাড়ি বিক্রি আরও বৃদ্ধি পাবে বলে দাবি দেশের অন্যতম বৃহত গাড়ি প্রস্তুতকারী সংস্থার।