ব্যাংক বন্ধ করে চাবি রেখে চলে গিয়েছিলেন ব্যাংক কর্মী, পরে তার হাতে চাবি তুলে দিলেন ভক্তিনগর থানার আইসি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ভুলবশত ব্যাংক বন্ধ করে চাবি ফেলে রেখে চলে গিয়েছিলেন ব্যাংকেরই ১ কর্মী। যখন তিনি ব্যাংকে আসার জন্য তৈরি হচ্ছিলেন তখনই তার কাছে ফোন আছে সঙ্গে সঙ্গে তিনি চলে যান ভক্তিনগর থানায় , সেখানে তার হাতে এদিন চাবি তুলে দিলেন ভক্তিনগর থানার আইসি। তিনি জানান দিনের পর দিন যেভাবে শিলিগুড়িতে অপরাধ ক্রমশ বাড়ছে , তার জন্য পুলিশকে বাড়তি সতর্কতা নিতে হবে।

এদিন ওই ব্যাংকের কর্মী জানান আমি মনেই করতে পারছি না ঠিক কোথা থেকে কি হয়ে গেল ? আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না , আবার এও বিশ্বাস করতে পারছি না আজকে পুলিশ কর্মীরা না থাকলে আমার কি অবস্থা হতো ? ওনাদের ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমার নেই , আমি আজকে যেন এক নতুন জীবন ফিরে পেলাম। কিভাবে ভুল করে আমি চাবি রেখে বাড়ি চলে গিয়েছিলাম সেটাও আমার মনে পড়ছে না, আর সবচাইতে অদ্ভুত ব্যাপার এই দুদিন আমার মনেই পড়েনি আমি চাবিটা ঠিকঠাক রেখেছি কিনা ? আজকের পর থেকে আমাকে বাড়তি সতর্কতা নিতে হবে এদিন এমনটাই জানালেন তিনি। এদিকে এদিন অবাক হয়ে যান ওই ব্যাংকের অন্যান্য কর্মীরাও। তারাও ও জানান এইভাবে হারিয়ে গিয়েও যে চাবি ফেরত পাওয়া যায় এটা প্রথম দেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *