ব্যাপক উত্তাল ওপার বাংলা, কলকাতা পুলিশের জালে ধরা পড়লো এক বাংলাদেশি, অবশেষে ফাঁস হল বড় এক রহস্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর, বছর দুই আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি। তারপর এখানেই ঘাঁটি গেড়ে বসে। ভুয়ো নাম ব্যবহার করে, জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসাবে কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসাবে কাজ শুরু করে।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পর্কস্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করে সেলিম মাতব্বর নামের ওই বাংলাদেশী নাগরিককে। রবি শর্মা নাম ব্যবহার করে থাকছিল কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই বাংলাদেশি নাগরিক মাদারিপুরের বাসিন্দা। ১৪ ফরেনার্স অ্য়াক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় চলছে বাংলাদেশে। উঠেছে সংখ্যালঘুদের উপর বেলাগাম নির্যাতনের অভিযোগ। এরইমধ্যে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। এদিকে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে একাধিক হিন্দু সংগঠনও। এবার কলকাতায় বাংলাদেশি গ্রেফতারির ঘটনায় ফের নতুন করে বাড়ছে চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *