ব্যাপক তাণ্ডব চলল ট্যাংরায় অভিজাত আবাসনের ভিতরে ঢুকে, ফুটেজ থাকা সত্ত্বেও অধরা রইলো দুষ্কৃতীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবাসনের গেট বন্ধ করে ফুটবল খেলা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। আবাসিকরা তার প্রতিবাদ করায় ‘শোধ’ নিল আশপাশে বসবাসকারী যুবকরা। রাতে আবাসনের গেট টপকে ভিতরে ঢুকে পড়ে জনা পঞ্চাশ যুবক। নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে ফেলে দিয়ে আবাসনজুড়ে তাণ্ডব চালায় তারা। একের পর এক ফ্ল্যাটের কলিং বেল বাজানোর পাশাপাশি দরজায় লাথি মারে ওই দুষ্কৃতীরা। আবাসনের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর সেই ছবি। খাস কলকাতায় ট্যাংরা থানা এলাকার অভিজাত আবাসনের এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে আবাসিকদের নিরাপত্তা।

গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্রিস্টোফার রোডের আবাসনে । চরম ক্ষোভে আবাসনের সামনেই রাস্তা অবরোধ করেন আবাসিকরা। লালবাজার সূত্রে খবর, থানায় আবাসনের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে অনুপ্রবেশ, তাণ্ডব চালানো সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ। সেখানেও উঠছে প্রশ্ন। আবাসিকদের অভিযোগ, যারা তাণ্ডব চালিয়েছে, তারা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা। সিসি ক্যামেরার ফুটেজেও তাদের মুখ স্পষ্ট। সেই ফুটেজ তদন্তকারীরা সংগ্রহ করেছেন। তা সত্ত্বেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি তদন্তকারীরা। রাতারাতি কি তাহলে প্রায় জনা পঞ্চাশেক বাসিন্দা এলাকা থেকে উবে গেল? এই প্রশ্ন তুলছেন আবাসিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *