ব্যাপক দেদার মস্তি হুড় খোলা গাড়ি চড়ে ! মদ্যপ যুবকরা পুলিশকেও ছাড়ল না বর্ষবরণের দিনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বছরের প্রথম দিন। হইহুল্লোড়ে মেতে গোটা রাজ্য। কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না ঘটে তৎপর ছিল পুলিশও। কিন্তু এক শ্রেণির মানুষকে যে কোনও ভাবেই ‘সোজা’ করা যায় না। মদ্যপ অবস্থায় আক্রমণ করতে ছাড়লেন না পুলিশ কর্মীদেরও। কার্যত তাঁদের রুখতে হিমশিম খেতে হল বছরের প্রথমদিন রাতে।জানা যাচ্ছে, বুধবার যশোররোডে হুঢখোলা গাড়িতে মদ্যপান করতে করতে যাচ্ছিল কুড়ি থেকে পঁচিশ জন যুবক। সেই সময় যশোররোডে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরা একাধিক জায়গায় আটকে তাদের সাবধান করেন। কিন্তু কথা কানে তুললে তো! এরপর মধ্যমগ্রাম চৌমাথায় আসতে সেখানেও কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে বচসা জড়ায় ওই যুবকরা। শুধু তাই নয়, দায়িত্বপ্রাপ্ত ট্রাফিককে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু তারপরও পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে।

মদ্যপ যুবকদের তাণ্ডবে পথ চলতি মানুষও পুলিশের সঙ্গে তাদের রুখতে সামিল হন। ঘটনায় আহত হন এক ব্যক্তি। ঘটনার জেরে যশোর রোডে কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ে যানবাহন। এরপরই অভিযুক্তদের আটক করে পুলিশ। গাড়ি সমেত ‘তুলে’ নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *