ব্যাপক ধুন্ধুমার কান্ড ভাঙরে , আরাবুল আক্রান্ত হল নিজের গড়েই, দেদার হামলা চললো গাড়ি লক্ষ্য করেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০২৪ সালের শেষ! শুরু ২০২৫ এর নতুন ভোরের। বিশ্বজুড়ে আনন্দের পরিবেশ, উৎসবের মেজাজ। বছরের প্রথম দিনে ছুটির মেজাজ। আনন্দে মাতোয়ারা বাংলা। পাড়ায় পাড়ায় নাচ-গান-আতশবাজি পোড়ানো, পিকনিকের মুডে বর্ষবরণ সেলিব্রেশনে গোটা বাংলার মানুষ। এদিকে নতুন বছরের শুরুতেই চরম অশান্ত হল ভাঙরের পরিস্থিতি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আরাবুলের দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার অবস্থার সৃষ্টি হল এলাকা জুড়ে। পুলিশের সামনেই চলে ব্যাপক গুণ্ডাগিরি। পুলিশের সামনেই আরাবুলের গাড়িতে চলল দেদার লাথি। অভিযোগের তীর শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে দলের একাংশের বিরুদ্ধে। পাশাপাশি আরাবুল ঘনিষ্ঠের গাড়ি লক্ষ্য করেও চলে দেদার হামলা। গোটা পরিস্থিতি মোকাবিলায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতিও এখনও থমথমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *