ব্যাপক বোমাবাজি ভাঙড়ে, তৃণমূলের,‘এরিয়া ডোমিনেশন’ পুলিশের সামনেই, আক্রান্ত সাংবাদিক
বেস্ট কলকাতা নিউজ :মঙ্গলবারের পর ফের বুধবার। নতুন করে উত্তপ্ত ভাঙড়। বুধবার ভাঙড় এক নম্বর ব্লক সওকত মোল্লার এলাকায় আইএসএফ মনোনয়ন জমা দেওয়ার দিন। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। বুধবারও চলে লাঠালাঠি, ঝরল রক্ত, হল বোমাবাজি। দিনের শুরুতেই এক চিত্র সাংবাদিকের মাথা ফেটে যায়। ঘড়ির কাঁটায় সকাল ১০টা। বাসন্তীতে বিডিও অফিসের সামনে হাতে বাঁশ, লাঠি নিয়ে জমা হয়েছেন একদল যুবক। তাঁরা নিজেদের তৃণমূল কর্মী বলেই পরিচয় দেন। তাঁদের অভিযোগ, নওসাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ের ওপর বোমাবাজি করে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে রীতিমতো ‘এরিয়া ডোমিনেশন’ চালায় তৃণমূল। পুলিশকে কার্যত নিষ্ক্রিয় থাকতে দেখা যায়। একটা সময়ের সংবাদমাধ্যমকে ক্যামেরায় ছবি তুলতে বাধা দেওয়া হয়। সংবাদমাধ্যমের কর্মীদের ঘিরে রেখে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ক্যামেরা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ।
এ দিকে সাংবাদিককে হাঁসুয়া দিয়ে কোপ মারারও চেষ্টা করেন এক ব্যক্তি। কিন্তু এলাকায় কোনও পুলিশ কর্মী ছিলোনা । ক্যামেরায় যতটুকু ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে, দলে দলে লাঠি, অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা । তাদের কারোর মাথায় হেলমেট, হাতে হাঁসুয়া, লাঠি।