ভয়াবহ বাস দুর্ঘটনা সিকিমে, রংপোতে খাদে পড়লো বাস মৃত অনুমানিক ৪ জন
শিলিগুড়ি : শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো পর্যটক বোঝাই একটি বাস। আনুমানিক চারজন খাদে পড়ে গিয়ে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে । তারা সকলেই পর্যটক কিনা তা জানা যায়নি। অনুমান তারা সকলেই দক্ষিণবঙ্গের বাসিন্দা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রং রংপোতে খাদে পড়ে যায় এই বাসটি। খুব সম্ভবত গাড়ির ভারসাম্য অন্যদিকে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। আনুমানিক ১৮ থেকে ২০ জন অথবা তার থেকেও বেশি এই ঘটনায় আহত হয় বলে অনুমান । স্থানীয় মানুষ এবং সেনাবাহিনী আহতদের উদ্ধারে হাত লাগে , তবে ঠান্ডা থাকায় এবং কিছুটা অন্ধকার হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় তাদের।

এদিকে এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পরে সিকিম থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত পর্যটক বোঝায় বাসকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়। উদ্ধারকারী দলও বিভিন্নভাবে চেষ্টা করে যায় আহতদের উদ্ধার করার জন্য। আহতদের সবাইকে একে একে নিয়ে আসা হয় সিকিমের বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর পৌঁছে যায় অ্যাম্বুলেন্স, তাতে করেও নিয়ে যাওয়া হয় আহতদের। অনুমান ৭০ থেকে ৮০ জনের মতন যাত্রী ছিল ঐ বাসটিতে। বাসের ড্রাইভার এবং কন্টাকটার এর খবর শেষ পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনা শোনার পর এদিন, শিলিগুড়ি থেকে সিকিমগামী বাসের পর্যটকদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বাস থেকে নেমে শিলিগুড়ির হোটেলে চলে যান। এই ঘটনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিলিগুড়ি বিভিন্ন রাজনৈতিক মহল ও নেতৃত্বরাও।