ভাগীরথীর করাল গ্রাসে গিয়েছে ধান-পাট, সর্বস্ব হারিয়ে এখন চরম নিঃস্ব কাটোয়ার চাষিরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভাগীরথী নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত ২ হাজার বিঘার বেশি চাষের জমি। নদী উপচে নদী পাড়ের বিস্তীর্ণ চাষের জমি এখন জলমগ্ন। ফলে ধান ও পাট চাষে ব্যাপক ক্ষতি। পুজোর আগে আর্থিক লোকসান। জমির পাকা ধান কাটতে পারেনি চাষিরা। জলে পচে গিয়েছে পাট গাছ। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় চাষিরা।সরকারি সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্ত চাষিদের।কাটোয়ার অগ্রদ্বীপের নদী পাড় লাগোয়া হাজার হাজার বিঘা চাষের জমি। পুজোর উৎসবের জন্য এই মরসুমে চাষের উপর নির্ভরশীল চাষিরা। কেউ সমিতি থেকে তো কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। কেউ আবার ভাগ চাষি। জলস্তর বেড়ে এখন জমিতে কয়েক ফুট উচ্চতায় জল।

ফলে ধান পাট সবই জলের তলায়। চাষিদের বক্তব্য, প্রতি বছরই চাষ করে বন্যার কারণে ক্ষতি হয়। চাষিদের খোঁজ নেয়নি প্রশাসন। পুজোর আগে আর্থিক লোকসান। অগ্রদ্বীপ পঞ্চায়েত উপ প্রধান জানান, বেশিরভাগ চাষিরা ঋণ নিয়ে চাষ করেন। এখনও প্রশাসনের তরফে কোন অনুদান ঘোষণা করা হয়নি। এক চাষি বলেন, “আমাদের অবস্থা আর বলার মতো পরিস্থিতিতে নেই। ঋণে চলি। এখন সেই ধার শোধ করতে না পারলে মরা ছাড়া গতি নেই।” প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁরা। অগ্রদ্বীপ পঞ্চায়েত উপ প্রধান সমীর মণ্ডল জানান, প্রশাসন দুর্গতদের পাশে রয়েছে সবরকমভাবে সাহায্যের চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *