ভারতীয় রেল ৬৯৬ টি লোকাল ট্রেন চালাবে এ রাজ্যে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ভারতীয় রেল ৬৯৬ টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল এ রাজ্যে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল গতকালই জানিয়েছেন ১১নভেম্বর থেকে এই ট্রেনগুলি চালানো হবে বলেই। এর আগে কেন্দ্রের কাছে রাজ্য সরকার আবেদন করেছিল লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য। প্রসঙ্গত মার্চ মাস থেকেই লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল কোরোনা সংক্রমণের জন্য। আর গত কয়েকদিন ধরে ট্রেন চালানোর দাবিতে যাত্রীরা বিক্ষোভ দেখান এমনকি রাজ্যের একাধিক স্টেশনে। এরই মাঝে রাজ্য সরকার রেলকে চিঠি দেয় ট্রেন চালানো নিয়ে। বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাদের মধ্যে বৈঠকে।
গতকাল রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গে ৬৯৬ টি সাব-আরবান ট্রেন চলবে ১১ নভেম্বর থেকে। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের ফলে সহজতর হবে যাত্রীদের চলাচল এবং যাত্রাও সহজতর।”১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন চালু হচ্ছে রাজ্য সরকারের তরফে আবেদন ও যাত্রীদের দাবিতে । হাওড়া ডিভিশনে ২০২ টি ও শিয়ালদহ ডিভিশনে ৪১৩ টি ট্রেন চালু করা হবে প্রথম ধাপে। শিয়ালদা ডিভিশনে ৪১৩টির মধ্যে ২৭০ টি ট্রেন শিয়ালদা মেন ও নর্থ (সার্কুলার রেল) ও ১৪৩ টি ট্রেন শিয়ালদা দক্ষিণ শাখায় চালু করা হবে।