ভারতে চরম অত্যাচারীত তাই কানাডায় নাগরিকত্ব চান, এই অভিযোগে বাগডোগরায় ধৃত চেন্নাই এর এক বাসিন্দা
শিলিগুড়ি : আসলাম খান বয়স ষাট বছর। গত কুড়ি বছর ধরে সে কানাডায় বিভিন্ন বিভাগে শ্রমিক নিয়োগ করবার দায়িত্বে ছিল। সে চেননাই এর বাসিন্দা। গত কুড়ি বছরে মোট দশবার সে কানাডায় গেছে। আর এবারে সে চুড়ান্ত ভাবে ঠিক করেছিল কানাডার নাগরিকত্ব নেবার ব্যাপারে। আজ সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেসন দপ্তরের লোকেরা। তার কাছে জাল কাগজপত্র ছাড়াও বিভিন্ন দেশের টাকা এবং দামী মোবাইল আটক করেছে ইমিগ্রেশনের আধিকারিকেরা। জেরায় ধৃত জানিয়েছে ভারতে সে এবং তার পরিবারের লোকজনেরা নিরাপত্তার অভাব বোধ করছিল তাই সে এই পদক্ষেপ নেবার ব্যাপারে মনস্থির করে। প্রথমে গিয়ে নিজে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে তার পরিবারের লোকজনদের নিয়ে আসার পরিকল্পনা ছিল তার। ইংরেজীতে অনর্গল কথা বলতে পারে সে। সেই কারনে তাকে কেউ সন্দেহ করে নি। তবে বাগডোগরা বিমানবন্দরে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় ইমিগ্রেশন অফিসারদের, তাকে জিঞ্জাসাবাদের পর ই তাকে গ্রেপ্তার করে তারা।