“ভালোবাসার আশ্রয়” শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের এক অভিনব উপহার গৃহহীন পরিবারকে
বেস্ট কলকাতা নিউজ : নদীয়ার শান্তিপুরের এক সামাজিক সংস্থা আশ্রয় যোগালো গৃহহীন এক দিদির এক ছোট্ট কন্যা সন্তান ও স্বামীর পরিবারকে। দেখা গেল এমনকি মানবিকতার সেরা নিদর্শনও। প্রসঙ্গত বেশ কয়েকমাস ধরেই চরম অসহায়তায় ভুগছিলেন শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর নতুন পালপাড়া এলাকার এক দরিদ্র পরিবার, এমনকি ছিলো না মাথা গোঁজার ঠাঁই টুকুও পর্যন্ত। খবর পায় শান্তিপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ণিমা মিলনী সংঘ, এরপরেই ওই দরিদ্র পরিবারের সাথে তারা যোগাযোগ করে।
সব কথা জানার পরেই সংগঠন এর সদস্যদের প্রচেষ্টায় পূর্ণিমা মিলনী সংঘ মঙ্গলবার হরিপুর অঞ্চলে বাঁশ ও টিন দিয়ে নতুন ঘর তৈরি করে দেন ওই পরিবারের এক টুকরো জমিতে ।এমনকি তার শুভ উদ্বোধনও হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শান্তিপুর থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার। উপস্থিত ছিলেন এছাড়া , শান্তিপুরের বিভিন্ন সমাজসেবী সংগঠন এর সদস্যরাও।