বৈদ্যুতিক শক্তি উৎপাদিত হবে ভেজা জামাকাপড়ের জল থেকেই , এক অভিনব আবিষ্কার ইঞ্জিনিয়ারিং ছাত্রের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এিপুরার ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়া এবার ‘গান্ধিয়ান ইয়ং টেকনোলজিকাল ইনোভেশন’ পুরস্কার জিতলেন ভেজা জামাকাপড়ের জল থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে।জানা গিয়েছে, মোবাইল ফোন এবং মেডিকেল ডায়াগনস্টিকের কিট চার্জে দেওয়া যাবে এিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া শঙ্খশুভ্র দাসের এই অভিনব উদ্ভাবনী শক্তির সাহায্যে। এমনকি শক্তিরও সঞ্চয় হবে। শুধু তাই নয়, শঙ্খশুভ্র দাসের এই আবিষ্কারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষবর্ধন তাঁকে ইনোভেশন অ্যায়ার্ড দিয়ে পুরুষ্কৃত করেছেন চলতি মাসেই ।

শঙ্খশুভ্র দাস এিপুরার সিপাহিজালা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম খেদাবাড়ির বাসিন্দা। তাঁর তৈরি যন্ত্রটি যা গড়ে তোলা হয়েছে কৈশিক পদক্ষেপ এবং জলীয় বাষ্পীভবনের উপর নির্ভর করেই। তিনি কাটা টুকরো টুকরো কাপড় ব্যবহার করেছিলেন আংশিকভাবে ভরা জলের পাত্রে উল্লম্বভাবে স্থির করা একটি প্লাস্টিকের স্ট্রয়ের মধ্যে জল প্রবেশের জন্য। কপার ইলেক্ট্রোডগুলি স্ট্রর উভয় প্রান্তের সঙ্গে সংযুক্ত থাকে ভোল্টেজ সংগ্রহের জন্য। যখন তরল জল শীর্ষে পৌঁছে যায় তখন কৈশিক ক্রিয়নের কারণে, প্রায় ৭০০ মিলি ভোল্ট ভোল্টমিটারে নিবন্ধভুক্ত হয় বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *