ভাল্লুক আতঙ্ক জলপাইগুড়ি শহর জুরে, চরম আতঙ্কে গোটা শহর ! পাতা হয়েছে এমনকি ফাঁদও
বেস্ট কলকাতা নিউজ : ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ভাল্লুক দাপিয়ে বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই। এবার সেই ভাল্লুক ঢুকে পরেছে খোদ জলপাইগুড়ি শহরেই। শহরের তিস্তা উদ্যানে প্রথমে পায়ের ছাপ ধরা পরে। পরে ভাল্লুকের ছবি দেখা যায় সিসি টিভির ফুটেজেও।এদিকে মঙ্গলবার উদ্যানে কর্মরত বনকর্মীরা অজানা প্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান জলপাইগুড়ির জেলাশাসকের বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্বে তিস্তা উদ্যানে। পরে সেই পায়ের ছাপ পরীক্ষা নিরীক্ষার পর বনকর্তারা দাবি করেন সেই পায়ের ছাপ ভাল্লুকেরই। এরপরেই বনকর্মীরা তার খোঁজে ব্যাপক তল্লাশিও শুরু করেন।
এমনকি বনকর্মীরা তার হদিশ পায়নি মঙ্গলবার পর্যন্তও। এরপরেই জলপাইগুড়ির শহরের বাসিন্দাদের সতর্ক করা হয় শহরে মাইকে প্রচার চালিয়ে। এমনকি বাসিন্দাদের নিষেধ করা হয় ঘর থেকে বাইরে বেরোতেও। পাশাপাশি মঙ্গলবার সময়ের অনেক আগেই সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয় জলপাইগুড়িতে আয়োজিত উত্তরবঙ্গ বইমেলারও। প্রশাসনের তরফে নিষিদ্ধ করা হয়েছে এমনকি প্রাত ভ্রমনও। এমনকি ফাঁদও পাতা হয়েছে ভাল্লুক ধরতে।