ভ্রাম্যমান মৎস্যজীবীদের হাতে তাপ রোধক বাক্স তুলে দেওয়া হল সাঁকরাইল ব্লকে
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এবং ঝাড়গ্রাম জেলার সহ মৎস্য অধিকর্তার ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের মাধ্যমে সাঁকরাইল ব্লকের ৪৫ জন ভ্রাম্যমান মৎস্যজীবীর হাতে তাপ নিরোধক বাক্স প্রদান কর্মসূচির আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বিডিও অফিস প্রাঙ্গনে।
সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রানী দপ্তরের কর্মাধ্যক্ষ শশাঙ্ক হাটুই ও কৃষি,সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ সহ প্রশাসনের আধিকারিক গন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস এও বলেন তাপ নিরোধক বাক্সের প্রয়োজন ভ্রাম্যমান মৎস্যজীবীদের মাছ ব্যবসার জন্য। ওই বাক্সে মাছ রাখলে মাছ ভালো থাকবে এবং নষ্ট হবে না। তাই সাঁকরাইল ব্লকের ৪৫ জন ভ্রাম্যমান মৎস্যজীবীর হাতে তাপ নিরোধক বাক্স তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগে । তিনি জানান এর ফলে ওই মৎস্যজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে।
সেই সঙ্গে তিনি এও বলেন রাজ্য সরকার শুধু মৎস্যজীবীদের পাশে নয়, রয়েছে সর্বস্তরের মানুষের পাশে। তাই গ্রহণ করা হয়েছে এই বিশেষ উদ্যোগ । এদিকে সাঁকরাইল ব্লকের ভ্রাম্যমান মৎস্যজীবীরাও খুশি তাপ নিরোধক বাক্স পেয়ে । তারা বলেন এর ফলে মাছ রাখতে সুবিধা হবে তাদের , এমনকি কোন ক্ষতি হবে না মাছেরও ।