ভয়াবহ আগুন মুম্বইয়ে বহুতল আবাসনে, মৃত কমপক্ষে ২
বেস্ট কলকাতা নিউজ : ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলো মুম্বইয়ে ৷ শনিবার সকালে কমপক্ষে ২ জন মারা গিয়েছেন মুম্বইয়ের একটি বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায়, আর এখনও পর্যন্ত আহত হয়েছে ১৫ জন ৷এদিন আগুন লাগে মুম্বইয়ের তারদেও-র একটি ২০ তল বিশিষ্ট বহুতল আবাসনে ৷ বাড়িটি মুম্বইয়ের ভাটিয়া হাসপাতালের কাছে ৷ দমকলবাহিনীর ১৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এর ১৮ তলায় লেভেল-4 মানের অগ্নিকাণ্ডের খবর পেয়ে৷ কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি (BMC) সূত্রে জানা গিয়েছে, কমলা বিল্ডিংয়ে আগুন লাগে সকাল আনুমানিক ৭ টা নাগাদ৷ এটি অবস্থিত গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধি হাসপাতালের ঠিক উল্টোদিকে ৷ বিএমসির এক আধিকারিক বলেন, “নিচের তলা-সহ মোট ২০ তলার বিল্ডিং ৷ আগুন লাগে ১৮ তলায়৷ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী এবং পুলিশও৷এদিকে আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে দমকলের ১৩ টি ইঞ্জিন, ৭ টি জলের জেটি দিয়ে৷” তিনি এই আগুন লাগাকে উল্লেখ করেন লেভেল-4 অর্থাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবেই ৷