ভয়াবহ কান্নার রোল সমগ্র গ্রামজুড়ে, বসিরহাটের ৭ শ্রমিক নিহত হল ভয়াবহ পথদুর্ঘটনায়
বেস্ট কলকাতা নিউজ : ওড়িশার জাজপুরে ঘটে গেলো ভয়াবহ পথদুর্ঘটনা । প্রাণ কাড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাতজনের। বসিরহাটের ধান্যকুড়িয়া গ্রামপঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়া থেকে শুক্রবার বিকেল ৩টে নাগাদ একটি চার চাকা ওই সাতজন কে নিয়ে রওনা দেয়। মূলত তাঁরা যাচ্ছিলেন পোলট্রি ফার্মে কাজের জন্য । শনিবার তখন ভোর ৪টে। রাস্তার ধারে গাড়ির মধ্যে চালক ও খালাসি-সহ সাতজন বিশ্রাম নিচ্ছিলেন ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। এলাকার লোকজনই ওই সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তড়িঘড়ি করে । তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সাতজনকেই।
কী কারণে এই দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভোরে কি ঘন কুয়াশা ছিল? সে কারণেই কি পিছন থেকে ডাম্পারটি এসে সজোরে ধাক্কা মারে। তদন্ত শুরু করেছে ধর্মশালার পুলিশ। এদিকে ভোরের আলো ফুটতেই নেহালপুরের সর্দারপাড়ায় খবর এসে পৌঁছয়। শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। জানা গেছে নিহতদের প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছেন এমনকি বাড়ির লোকেরাও । নিহতরা হলেন, আমজাদ আলি সর্দার (২৮), জাহাঙ্গির সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিঙ্কু সর্দার (৩০), সুরজ সর্দার (৪৯)। সুরজ ছিলেন গাড়ির চালক।