মধ্যবিত্তের পকেটে খালির পরিকল্পনা ! কেন্দ্রকে ফিরহাদের নিশানা ইপিএফ-সুদ কমানো নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : ইপিএফ-সুদ কমানো নিয়ে কেন্দ্রকে নিশানা ফিরহাদের, তিনি বলেন দেশের মানুষকে চরম কষ্ট ও যন্ত্রণায় রেখেছে মোদী সরকার । একদিকে সুদ কমছে ইপিএফ এর। যেটা মানুষ মনে করে সুরক্ষিত লগ্নি বলেই। সেই জায়গাটা নষ্ট করেছে ধীরে ধীরে।অর্থাৎ ,পুঁজিপতিদের ভাল হোক আর সাধারণ মানুষ শেষ হয়ে যাক, এটাই কেন্দ্রের একমাত্র নীতি ।মূল্যবৃদ্ধির বাজারে ইপিএফ -এর সুদ কমানো নিয়ে ফিরহাদ হাকিমের প্রশ্ন, “আর কত দিন ইপিএফ এর সুদ কমাবে ? তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে ? আর ভারতের মানুষ ,আমরা কানে শুনবো না, চোখে দেখবো না, মুখে বলবোনা । এ সব আর কতো দিন চলবে ? এটা আমার প্রশ্ন রইল দেশের মানুষের কাছে। “