মন্দিরভূমি বাংলা! এখানেই রয়েছে এমন পাঁচটি মন্দির, যেখানে ভিড় কমে না বছরের কোনও সময়
বেস্ট কলকাতা নিউজ : বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির থেকে শুরু করে কালীঘাটের কালী মন্দির। পশ্চিমবঙ্গ যেন এক মন্দির-ভূমি। যা এই রাজ্যের ঐতিহ্যশালী সংস্কৃতির পরিচয়কে আজও যেন বহন করে চলেছে । যা এর পাশাপাশি এক আধ্যাত্মিক উত্তরাধিকারেরও সাক্ষ্য দেয়। এদেশের ধর্মীয় সংস্কৃতির ইতিহাস কিন্তু শুধুমাত্র কোনও নির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠেনি। এখানে যেমন হিন্দুদের পবিত্র কালীঘাট মহাতীর্থ আছে। তেমনই আছে কলকাতায় জৈনদের বিখ্যাত পারেশনাথ মন্দির। এমনকি আছে বিভিন্ন সম্প্রদায়ের গন্তব্যস্থল হাওড়ার বেলুড়মঠ।