মসজিদের কাছে অবৈধ নির্মাণ উচ্ছেদে গিয়ে আক্রান্ত হল দিল্লি পুলিশ, আহত হল ৮

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেআইনিভাবে দখল হওয়া জমি মুক্ত করতে গিয়ে আক্রান্ত দিল্লি পুলিশ ৷ বুধবার ভোরে বেআইনি উচ্ছেদ অভিযানে যান আধিকারিকরা ৷ সেখানেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হল তাঁদের ৷ পুলিশকে লক্ষ্য করে নির্বিচারে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ ঘটনায় আট পুলিশ কর্মী আহত হন ৷ অবৈধ নির্মাণ উচ্ছেদে প্রায় ৩২টি বুলডোজার নিয়ে এসেছিল কর্পোরেশন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) বুধবার ভোরবেলা রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ-এ-ইলাহি মসজিদ সংলগ্ন এলাকায় বেআইনি দখল উচ্ছেদ অভিযানে নামে ৷ পুলিশ জানিয়েছে, উচ্ছেদ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল । উচ্ছেদ অভিযান যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য গোটা এলাকাটিকে নয়টি অঞ্চলে ভাগ করা হয় ৷ যার প্রত্যেকটিতে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ এমনকী সমস্ত সংবেদনশীল স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল ৷

উচ্ছেদ অভিযানের আগে, শান্তি বজায় রাখা এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে আমান কমিটির সদস্য এবং অন্যান্য স্থানীয়দের সঙ্গে বেশ কয়েকটি বৈঠকও করে পুলিশ ৷ সম্ভাব্য সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলেই পুলিশের দাবি । তবে, উচ্ছেদের দিন দেখা গেল অন্য ছবি ৷ আধিকারিকদের দাবি, কয়েকজন দুষ্কৃতী পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল ৷ যদিও ন্যূনতম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে দিল্লী পুলিশ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *