মহাধুমধামে কার্তিক পুজো পালিত হচ্ছে নাকাশিপাড়া জুড়ে
বেস্ট কলকাতা নিউজ : দ্বাদশ বর্ষ বাড়োয়ারী কার্তিক পূজার আয়োজন করল নদিয়ার নাকাশিপাড়া রায়বালি বিবেকানন্দ ফুটবল ক্লাব। এক লক্ষ ৭৫ হাজার টাকা বাজেটে হচ্ছে এই কার্তিক পুজো ।৪ দিনের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে মেলারও । এছাড়াও আয়োজন করা হয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠানেরও। নাকাশিপাড়ায় কার্তিক পূজার অন্যতম বৈশিষ্ট্য কোনও বাড়ির দরজায় রাতের অন্ধকারে কেউ যদি কার্তিক ঠাকুরের বিগ্রহ রেখে যায় তাহলে ঐ বাড়ির লোককেই ঐ রেখে যাওয়া বিগ্রহের পূজা করতে হয়, বলে প্রথা চলে এসেছে।এরকমই আজ নাকাশিপাড়ার কয়েকটি বাড়িতে পূজা করছেন পুরোহিত পলাশ চক্রবর্তী ও অনুপম ভট্টাচার্য। মহা ধুমধামে কার্তিক প্রতিমার পূজা হয় এলাকার বিশিষ্ট তাত ব্যবসায়ী দীনবন্ধু বিশ্বাসের বাড়িতেও । কারন এই পূজা করলে কার্তিকের মত রূপবান পূত্র লাভ হয় । প্রবাদেই আছে সুন্দর পুত্র সন্তান হলেই বলা হয় কার্তিকের মত ছেলে।