মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধবের পদত্যাগ ফেসবুক লাইভে এসে
বেস্ট কলকাতা নিউজ : বুধবার রাতে উদ্বব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন ফেসবুক লাইভে এসে। শিবসেনা সূত্রের খবর উদ্ধবের ফেসবুক লাইভ চলাকালীনই রাজভবনে গিয়ে রাজ্যপাল কোশিয়ারির হাতে পদত্যাগপত্র তুলে দেন তাঁর প্রতিনিধি । ফেসবুক লাইভে তিনি বলেন ”যাঁরা কাছে ছিল তাঁরা এখন দূরে। যাঁরা দূরে ছিলেন, তাঁরা এখন আমাদের কাছে।” মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ঘোষণার পরে ফেসবুক লাইভে উদ্ধব এও বলেন, ”আমার মনে কোনও আক্ষেপ নেই। আমার কাছে শিবসেনা রয়েছে। শিবসৈনিকেরা রয়েছেন।”
প্রসঙ্গত,বুধবার রাত ৯টায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই বিধানসভায় আস্থাভোট তাঁর সরকারকে অংশ নিতে হবে রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ার নির্দেশ মেনে । কিন্তু সেই নির্দেশের কিছুক্ষণ পরেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন।’ফেসবুক লাইভ’ করে উদ্ধব পদত্যাগের কথা জানান।আর সেই সঙ্গেই পতন ঘটল ৩১ মাসের ‘মহাবিকাশ আঘাডী’ জোটের (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যার অন্যতম শরিক) সরকারের।