মহাসমারোহে ৭৩ তম স্বাধীনতা দিবস পালিত হল দুর্গাপুরের বি সি রায় গ্রুপ অফ ইন্সটিটিউশনে, কুচকাওয়াজ এ অংশগ্রহণ করল পড়ুয়ারা
বেস্ট কলকাতা নিউজ : পাঁচ হাজার ছাত্রছাত্রী এবং এক হাজার শিক্ষকের অংশগ্রহণে মহাসমারোহে দুর্গাপুরের বি সি রায় গ্রুপ অফ ইন্সটিটিউশনে পালিত হল দেশের ৭৩তম স্বাধীনতা দিবস। ফুলঝোরে সংস্থার প্রধান ক্যাম্পাসে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ইন্সটিটিউশনের ডিরেক্টর ডক্টর পিযূষ পাল রায় এবং অ্যাকাডেমি অফ প্রফেশনাল কোর্সের প্রিন্সিপাল ডক্টর সৌরভ দত্ত। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্যও । স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তাঁদের শ্রদ্ধা অর্পণ করেন অংশগ্রহণকারী প্রত্যেকেই ।এদিন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংস্থার পড়ুয়াদের কুচকাওয়াজ। যা ছিল চোখে পড়ার মতো। ৭০ জনের এনসিসি দল এই অনুষ্ঠানে মার্চ পাস্ট করেন ।প্রধান ক্যাম্পাসের মতো বিধাননগরের ফার্মাসি ও পলিটেকনিকের ক্যাম্পাসেও এদিন স্বাধীনাত দিবস পালিত হয়। পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ডক্টর শুভব্রত রায়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। এখানেও পড়ুয়া ও শিক্ষাকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।ডক্টর বি সি রায় পলিটেকনিক ক্যাম্পাসে পতাকা উত্তোলন করেন ডক্টর প্রবীরকুমার নন্দী। পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষকেরা। এখানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।