মহিলাদের প্রতি চরম দুর্ব্যবহার, অবশেষে গ্রেফতার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের এক লিফট চালক
নিজস্ব সংবাদদাতা : মহিলাদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন, কটুক্তি করতেন, অবশেষে এই অভিযোগে গ্রেফতার করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের এক লিফটমানকে। তার বিরুদ্ধে অভিযোগ রোগিনি, এবং তাদের আত্মীয়দের বিরুদ্ধে অকারনে ব্যঙ্গ করা ছাড়াও তিনি বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করতেন। তার মন্তব্য শুনতে শুনতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলেন এমনকি মহিলারাও এবং তাদের আত্মীয়-স্বজনেরা।

অবশেষে এদিন তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় বিভিন্নভাবে মহিলাদের উত্ত্যক্ত করা এবং তাদের বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়াও তার কাছে নেশার মত হয়ে গিয়েছিল। বারবার না করলেও সে মান ছিল না। অবশেষে তাকে ওই হাসপাতালেরই এক কর্তব্যরত নার্স ধরিয়ে দেন বলে খবরে মেলে। এদিকে তার আচরণে চরম বিরক্ত ছিলেন এমনকি ওই হাসপাতালের নার্স এবং আয়ারাও। অবশেষে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।