মাউন্ট এভারেস্ট চরম বিপদের মুখে ,মাইক্রোপ্লাস্টিক এর খোঁজ মিলল সর্বোচ্চ শৃঙ্গের কাছেই
বেস্ট কলকাতা নিউজ :বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ভুগছে আসন্ন বিপদের আশঙ্কায়। একমাত্র মানুষেরাই রয়েছে এই বিপদজনক পরিস্থিতি সৃষ্টির পিছনে। মানুষ দূষণ ছড়িয়েছে এমনকি সুদূর মহাকাশেও। বিজ্ঞানীরা মাইক্রোপ্লাস্টিকস খুঁজে পেয়েছেন মাউন্ট এভারেস্টের শীর্ষের ঠিক কয়েক মিটার নীচে। এভারেস্টের তুষার ও এভারেস্ট পৃষ্ঠের ব্যাপক ক্ষতি হবে মাইক্রোপ্লাস্টিক বর্জ্যের কারণে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।
মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। মাইক্রোপ্লাস্টিক আবর্জনার হদিস পাওয়া গেছে মাউন্ট এভারেস্টের ৪০০ মিটার নীচে। এগুলো সব মিশে ছিল বরফের সঙ্গেই। এই মাইক্রোপ্লাস্টিক বর্জ্য যেখানে পাওয়া যায় তাকে এভারেস্টের বারান্দাও বলা হয়। দ্য গার্জিয়ান-এ প্রকাশিত রিপোর্ট অনুসারে, বেশিরভাগ মাইক্রোপ্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে এভারেস্টের বেস ক্যাম্পের কাছে। শুধু মাত্র হিমালয় না এমন মাইক্রোপ্লাস্টিক বর্জ্য মিলেছে আল্পসএও।