মাঝেরহাট ব্রিজ নির্মাণের কাজ শেষের পথে,মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন খুব শীঘ্রই
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকার কার্যত শেষ করল ভেঙে পড়া মাঝেরহাট ব্রিজ এর নতুন করে পুনর্নির্মাণের কাজ। রবিবার সারাদিন পূর্ত দপ্তরের শীর্ষ ইঞ্জিনিয়াররা সেলিমপুরের দিকের মুখে আপ-ডাউন দুই অংশেই বিটুমিন-কংক্রিট করে হেভিওয়েট রোলার চালিয়ে নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ করালেন। এমনকি পূর্ত দফতর রেলকে চিঠি পাঠিয়েছিল বজবজ লাইনের উপরে ব্রিজের ঝুলন্ত অংশের ‘সেফটি-সিকিউরিটি’ সার্টিফিকেট এবং ভারবহন পরীক্ষার অনুমতি চেয়ে। সেই সবুজ সংকেতও ইতিমধ্যেই এসে গিয়েছে। রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস আরও জানিয়েছেন, ‘ ব্রিজ চালুর জন্য প্রস্তুত হবে ভারবহন ক্ষমতা অর্থাত্ লোড টেস্ট ও দু’পাশের কেবল ফিক্সড সম্পূর্ণ করলেই।’ রেলের সেফটি ও সিকিউরিটি সার্টিফিকেট পেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উদ্বোধন করবেন নব নির্মিত ব্রিজটি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকেল ৪.৪২ মিনিটে পুরোনো মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী নতুন উড়ালপুল তৈরির দায়িত্ব দেন রাজ্যের পূর্ত দপ্তরকেই। কিন্তু আরও তিনমাসের বেশি সময় নির্মাণ সম্পূর্ণ বন্ধ ছিল রেলের অনুমতির জন্য নয় মাস বন্ধ ছিল কোভিডের কারণে। ২৫০ কোটি খরচে ৬৫০ মিটার দীর্ঘ নতুন সেতুটি সম্পূর্ণ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে। দুই লেনের ছিল পুরনো ব্রিজ, কিন্তু নতুন সেতুটি হতে চলেছে চার লেনের।