১০ লাখ টাকার বিল রোগীকে ভেন্টিলেশনে রেখে , স্বাস্থ্য কমিশনে ফের অভিযোগ মেডিকা-র বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিল বাড়ানোর অভিযোগ রোগীকে ভেন্টিলেশনে রেখে দিয়ে ৷ স্বাস্থ্য কমিশনে এমনি এক অভিযোগ জমা পড়লো শহরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ মৃতের পরিবারকে এমনকি ১০ লাখ টাকা বিল ধরিয়েছে ওই বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ৷ ঘটনাটি ঘটেছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। তবে এই বিষয় কোনও রকমের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত হাসপাতালের৷ জানা গেছে হাওড়ার শ্যামপুরের বাসিন্দা অজয় কুমার দাস৷ পেশায় স্বর্ণ ব্যবসায়ী বছর ৬৪ অজয়বাবু৷ গত ২৮ অক্টোবর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অসুস্থ হয়ে৷ দু’দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে জানায় করোনা হয়েছে অজয়বাবুর৷ এরপরই হাসপাতাল কোটি এক-একটি ইঞ্জেকশনের জন্য ৪৫ হাজার টাকা দাম ধার্য করে তার চিকিৎসার জন্য৷

শেষ পর্যন্ত শনিবার রাতে মেডিকা হাসপাতালে মৃত্যু হয় অজয় কুমার দাসের৷ অভিযোগ তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ ১০ লাখ টাকার বিল ধরিয়ে দেয় পরিবারের লোকজনদের হাতে৷ বিল হাতে পাওয়ার পরই মৃতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এমনকি রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের কাছে৷ প্রসঙ্গত, এর আগেও রাজ্য স্বাস্থ্য কমিশনের অভিযোগ জমা পড়েছিল মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে৷ সেবারও ওই হাসপাতাল প্রায় ১৯ লাখ টাকা বিল করেছিল করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যুর পর৷ এমনকি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিল কমাতে বাধ্য হয় কমিশনের হস্তক্ষেপের পরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *