মাঝ সমুদ্রে ২ হাজার যাত্রী ক্রুজে আটকে পড়লো করোনার জেরে
বেস্ট কলকাতা নিউজ : মাঝ সমুদ্রে দু’ হাজার যাত্রী বিলাসবহুল ক্রুজে আটকে পড়ল করোনা ভাইরাসের জেরে। গত রবিবার রাতে ওই প্রমোদতরীতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে ৬৬ জনের শরীরে। আর এর জেরেই সমুদ্রবক্ষেই আটকে দেওয়া হয়েছে মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজকে। প্রশাসন কোনও যাত্রীকেই ক্রুজ থেকে নামতে দেয়নি।
জানা গিয়েছে, মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ওই কর্ডেলিয়া ক্রুজ ইমপ্রেসের ওই ক্রুজটি ছুটির মরশুমে মুম্বই থেকেই গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিল । এই প্রসঙ্গে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, আমরা করোনা পরীক্ষা করেছিলাম ওই ক্রুজের যাত্রীদের। তার মধ্যে মারণ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বেশ কয়েকজনের দেহে। আমরা জাহাজটিকে নোঙর করার অনুমতি দিইনি সেই কারণেই। সব যাত্রীর করোনা পরীক্ষা করার পরে যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে, জাহাজ থেকে তাঁদেরই নামতে দেওয়া হবে।’