কোনও লকডাউনের বিধি নিষেধ পালন করা হচ্ছে না একাধিক স্টেশনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে আংশিক লকডাউন এর জন্য জারি হওয়া বিধি নিষেধ গুলো মানা হচ্ছে না একাধিক রেল স্টেশনে। এমনকি ব্যারাকপুর স্টেশনেও ৫০ শতাংশের বেশি যাত্রীর উপস্থিতি নজরে পড়লো আংশিক লকডাউনের প্রথম দিনের সকালেই।

এদিকে রাজ্য সরকারের তরফ থেকে মূলত আংশিক লকডাউন এর ঘোষণা করা হয়েছে দেশ তথা রাজ্যে নতুন বছরে ওমিক্রন এর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। যেখানে জারি করা হয়েছে কয়েক গুচ্ছ বিধি নিষেধও। তার মধ্যে একটি হলো লোকাল ট্রেনের যাত্রীসংখ্যা রাখতে হবে আংশিক অর্থাৎ ৫০ %।তার মাঝেই প্রথম দিনে লোকাল ট্রেন গুলিতে যাত্রীসংখ্যা অনেকটাই বেশি চোখে পড়ায় রাজ্যকেও পড়তে হয়েছে কঠিন প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে চোখে পড়েছে যাত্রীদেরকে আবার মাক্স ছাড়াই লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করতেও। শিয়ালদহ মেন লাইনে ব্যস্ততম স্টেশন ব্যারাকপুরে গিয়েও চোখে পড়েছে যাত্রীদের চিন্তা-ভাবনা ও সামাজিক দূরত্ব না মানার নমুনাও। এমনকি ট্রেনে উঠেছে প্রচুর সংখ্যক মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *