মাত্র ২৫ টাকায় ডুপ্লিকেট স্বাস্থ্যসাথী কার্ড মিলবে হারালে বা নষ্ট হলে , জানাল কলকাতা পুরসভা
বেস্ট কলকাতা নিউজ : চিকিত্সা পরিষেবায় জরুরি এবং প্রয়োজনীয় হওয়া সত্ত্বেও স্বাস্থ্যসাথী কার্ডের নতুন আবেদন নেওয়া আপাতত বন্ধ রয়েছে ভোটাররা প্রভাবিত হতে পারেন এই আশংকায়। তবে ৪ মে-র পর থেকে কলকাতা পুরসভা ফের বিতরণ করতে পারবে স্বাস্থ্যসাথীর নতুন ফর্ম। যদি কেউ এর মধ্যে তার কার্ড হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায়, তবে বরো অফিস থেকে ‘ডুপ্লিকেট’ কার্ড পেয়ে যাবেন মাত্র ২৫ টাকা খরচ করলেই।
বুধবার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বিদায়ী মেয়র পারিষদ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় পুরভবনে জানিয়েছেন, ‘কার্ড হারানোর তথ্য জানিয়ে পুলিশে ডায়েরি করার রসিদ ও ২৫ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে বরো অফিসে।’ এদিকে কলকাতা পুরসভার তরফে ওয়ার্ডে ওয়ার্ডে শিবির করে স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ বন্ধ হয়ে গিয়েছে এমনকি নির্বাচন বিধি লাগু হওয়ার পরই । মূলত এই কারণে পুরসভার ১৬টি বরো অফিস থেকে আবেদন হওয়ার পর ছবি তুলে কলকাতা পুরসভার অফিসাররা কার্ড বিতরণ শুরু করেছেন। বরো অফিসের অফিসাররা স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেবেন পুরসভার দৈনন্দিন নাগরিক পরিষেবার মতোই।