ভোটে এই প্রথম বার, জিপিএস ট্র্যাকার থাকতে চলেছে সেক্টর অফিসারদের গাড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নির্বাচন কমিশন কোনও রকম ফাঁকফোঁকড় রাখতে চাইছে না চলতি বছর রাজ্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। আট দফায় প্রকাশিত হয়েছে এমনকি ভোটের নির্ঘণ্টও। নজিরবিহীনভাবে রাজ্যে থাকছে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীও। নজর রাখার ব্যবস্থা করা হচ্ছে এমনকি এ বার নির্বাচনে নিযুক্ত সেক্টর অফিসার বা আধিকারিকদের গতিবিধির উপরও। এই প্রথমবার জিপিএস ট্র্যাকার বসানো হবে সেক্টর অফিসারদের গাড়িতে। রাজ্য নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছে।

গত নির্বাচনে যে গাড়িগুলিতে ইভিএম রাখা হতো, জিপিএস ট্র্যাকার লাগানো ছিল সেই গাড়িগুলিতেও। এ বার সেক্টর আধিকারিকদের গাড়িতেও সেই একই ব্যবস্থা বসতে চলেছে। কমিশন আরও জানিয়েছে কমিশনের পক্ষে অনেকটাই সুবিধা হবে যে গাড়িগুলিতে জিপিএস ট্র্যাকিং মেশিন লাগানো থাকবে সেগুলির গতিবিধির উপর নজরদারি চালানোর ক্ষেত্রে। এ ছাড়াও কমিশন বিভিন্ন অভিযোগ সেক্টর আধিকারিকদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারবে। পাশাপাশি তাঁরা ঘটনাস্থলে পৌঁছতেও পারবেন দ্রুততার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *