মায়ের হাতে মুড়িঘন্ট তার সবচাইতে প্রিয়, এমনটাই জানালো এ বছর মাধ্যমিকে যুগ্মভাবে নবম স্থানাধীকারী মৃন্ময় বসাক
নিজস্ব সংবাদদাতা : সে একেবারেই সেকেলে। ডিজিটাল যুগের ছেলে হয়েও নিয়মিত গীতা পাঠ করে সে ৷ প্রতিদিন ১ ঘন্টা ধ্যান তার রোজকার রুটিন মধ্যে পড়ে ৷ আগামী দিনে জ্যোতির্পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় এ বছর মাধ্যমিকে যুগ্মভাবে নবম স্থানাধীকারী মৃন্ময় বসাক। তাঁর কথায়, ‘সংযম, অধ্যাবসায় এবং পরিশ্রমের আর কোন বিকল্প হয় না।’

কালিয়াগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীকলোনী পাড়ার বাসিন্দা মৃণয়। এ বছর মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৭। মৃণয় জানায়, বাংলায় ৯৭, ইংরেজি ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, অঙ্কে ১০০, ভূগোলে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৮ এবং ইতিহাসে ৯৯ পেয়েছে সে। ছয়জন গৃহশিক্ষক ছাড়াও প্রতিদিন প্রায় ১৪ ঘন্টা পড়াশোনা করত। এমনকি বিকালে চুটিয়ে ক্রিকেট খেলা ছিল নিত্য দিনের অভ্যেস। বিরিয়ানি, পোলাও, মাংস নয়, মায়ের হাতে তৈরি মুড়িঘন্ট সবচেয়ে প্রিয় মৃন্ময়ের । বিশ্ব জগতের সঙ্গে পরিচয় ও পরবর্তীতে গবেষণা করতে এখন থেকেই জ্যোতির্পদার্থবিজ্ঞান বিষয়কে বেছে নিয়েছে সে। সে তার এই ফলাফলের জন্য কৃতিত্ব জানিয়েছে তার বাবা মাকে। সে জানিয়েছে বাবা মা না থাকলে তার এই সাফল্য কোনো ভাবেই আসত না।