যাত্রীবাহী দক্ষিনণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে ব্রিজের রেলিং ভেঙে ! আহত ৭

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোমবার সকালে দক্ষিনণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস মেমরীর ২নং জাতীয় সড়কে পালশিটের কানাইডাঙ্গা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে নয়ানজুলিতে পড়ে যায় কলকাতার করুণাময়ী থেকে বর্ধমান হয়ে আসানসোল যাবার পথে।জানা যায় ওই বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। বাসের যাত্রীরা প্রাণে বেঁচে ফিরলেও আহত হয় সাতজন যাত্রী। তাদের শুশ্রুষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিকে মেমারী থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছয় ঘটনার খবর পেয়ে ।

এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানায়, ঘটনার পরই দ্রুততার সঙ্গে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় যাত্রীদের। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় দুর্ঘটনার জেরে।যদিও কিছুক্ষনের মধ্যে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনা হয় বলেও এসডিপিও জানায়। বাসটিকে খাল থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয় । আতঙ্কের ছাপ ছিল এদিনের বাস দুর্ঘটনায় প্রাণে বেঁচে ফেরা যাত্রীদের মুখেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *