মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কে শুরু হল পাখি শুমারি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা : এপ্রিল–মে মাসের পর থেকেই শামখোলসহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজোলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে। এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায়, শুরু হয়েছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ। এদিন মূলত সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে ও গাছে অবস্থান নিয়ে একে একে পাখি গননার কাজে ব্যস্ত ছিলেন। শুধু পাখি সংখ্যা নয়— কোন গাছের ব্যাসার্ধ কত, কোন ডালে কয়টি বাসা রয়েছে, কোন বাসায় বাচ্চা আছে— প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে এদিন লিপিবদ্ধ করা হয়। এদিকে বনদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর প্রায় ১৪ হাজার পাখি গণনা করা হয়েছিল। এবছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে—প্রায় ১৬ হাজার পাখি পর্যন্ত পৌঁছাতে পারে বলে অনুমান বনদপ্তরের। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখির গণনা সম্পন্ন হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *