মিষ্টির মধ্যে মুখে মাখার গোলাপজল দেওয়া হচ্ছিল শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের একটি দোকানে, সতর্ক করলো খাদ্য সুরক্ষা দপ্তর
বেস্ট কলকাতা নিউজ : মিষ্টির মধ্যে দেওয়া হচ্ছিল মুখে মাখার গোলাপজল। খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে খাবারের গুণমান পরীক্ষা করতে গিয়ে এই ঘটনাই চোখে পড়ল। দোকান মালিক কে জিজ্ঞাসা করলে দোকান মালিক কোন উত্তর দিতে পারেননি। কেন মুখে মাখার গোলাপজল মিষ্টির মধ্যে দেওয়া হচ্ছিল সে বিষয়ে এদিন কিছু বলতে পারেননি ওই দোকানের কর্মীরা। তারা জানিয়েছেন মালিকের নির্দেশ অনুসারে শুধুমাত্র কাজ করেন তারা, এই বিষয়ে কিছু বলতে পারব না।

প্রসঙ্গত , অনেকদিন বন্ধ ছিল এই অভিযান, অবশেষে এদিন সরাসরি শিলিগুড়ির স্টেশন ফিডার রোডের একটি দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের কর্তারা। শুধু তাই নয় ওই এলাকার বেশ কিছু দোকানেও এদিন হানা দেন তারা। কোথায় সেভাবে কিছু না পাওয়া গেলেও মিষ্টির দোকানে মুখে মাখা গোলাপজল হাতেনাতে পেয়ে যান তারা। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন দোকান মালিক কে, প্রথমে দোকান মালিক হতভম্ব হয়ে গেলেও পরে তিনি জানান ভুল করে এই কাজটি হয়ে গেছে। এবারের মত একটু ক্ষমা করে দিন, আপাতত এদিন ওই দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখার নির্দেশ দিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের কর্তারা।
শুধু তাই নয় ওই দোকানগুলির সামনে থাকা ফুটপাতে রাস্তার দোকানগুলির উপরেও অভিযান চালান তারা। বেশ কয়েকটি দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। বেশ কয়েকটি দোকানকে বলে দেওয়া হয় এরপর এই ঘটনা ঘটলে দোকান এক্কেবারে বন্ধ করে দেওয়া হবে। এদিন খাদ্য দপ্তরের কর্তাদের মূল নজর ছিল মিষ্টির দোকানগুলির উপর। আগেভাগেই হয়তো তারা আচ করে ফেলেছিলেন। এদিন দোকানগুলির কাজ থেকে সমস্ত রকমের বৈধ কাগজপত্র দেখে তবে এই এলাকা ছাড়েন খাদ্য সুরক্ষা দপ্তরের কর্তারা।