ইউনিসেফ এফএম চ্যানেলের হাত ধরল দার্জিলিংয়ের দুর্গম এলাকায় করোনা রোখার বার্তা দিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রত্যন্ত পাহাড়ি চা–বাগান বস্তি এলাকায় যে কোনও বিষয় নিয়ে মানুষকে সচেতন করার কাজটা দুরূহ ভৌগলিক কারণের জন্যই। অনেকটাই সময় লেগে যায় প্রশাসনিক যে কোনও উদ্যোগকে সেখানে নিয়ে যেতে। করোনার বিরুদ্ধে প্রচারে তাই ইউনিসেফ গাঁটছড়া বাঁধল দার্জিলিংয়ের একমাত্র বেসরকারি এফএম চ্যানেলের সঙ্গে।

অতিমারী করোনার বিরুদ্ধে প্রচার চালিয়ে যতটা সহজ সমতলের মানুষকে সচেতন করার কাজটা কিন্তু পাহাড়ে তা আদৌ সহজ নয়। এই ভাবনা থেকেই ইউনিসেফ এগিয়ে এসেছে দার্জিলিংয়ের সোনাদা ভিত্তিক এফএম চ্যানেলের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ের মানুষকে সচেতন করার এই কাজটি করতে। আপাতত দার্জিলিংয়ের সোনাদা, কার্শিয়াং মহকুমার বিস্তীর্ণ এলাকা, ভারত নেপাল সীমানার গ্রাম–বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, পুষ্টিকর সুষম খাদ্যের বার্তা পৌঁছে যাচ্ছে এই সহযোগিতার মাধ্যমেই। দুর্গম পাহাড়ি গ্রামের বাসিন্দারা, যারা এক রকম বিচ্ছিন্ন ভৌগলিক কারণে তাঁদের কাছে রোগ প্রতিরোধের বার্তা নিয়ে এভাবে পৌঁছে যাওয়ার চেষ্টাকে সমর্থন জানাচ্ছেন বিশেষজ্ঞরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *