মুখ্যমন্ত্রী অনেকটা রানি রাসমনির মতো, জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল
নিজস্ব সংবাদদাতা : রানি রাসমণির সঙ্গে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মমতা। আলিপুরদুয়ার থেকে সেখানে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে রাজ্যের তরফে ছ’টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক সভায় এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান সুমন। এরপরই তিনি রানি রাসমনির সঙ্গে মমতার তুলনা টানেন।

আলিপুরদুয়ারের বিধায়ক বলেন, ‘১৮৫৫ সালে মহিয়সি নারী রানি রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির, আর তারপর দিদির হাত ধরে জগন্নাথদেবের মন্দির। এটা ইতিহাসে লেখা থাকবে।’ সুমন ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। পরবর্তীতে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান। তাঁর এদিনের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতিতে।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ঐতিহাসিক বরেণ্য চরিত্রের তুলনা টানা নতুন কিছু নয়। তৃণমূলের বিভিন্ন নেতা-কর্মী মাঝে মধ্যেই এমনটা করে থাকেন। এর আগে মমতার সঙ্গে মা সারদার তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক চিকিৎসক নির্মল মাঝি। পরে বাগদার বিজেপি (পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন) বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা করেন। এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কও (ঘটনাচক্রে তিনিও বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছেন) রানি রাসমণির সঙ্গে তুলনা টানলেন।