মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখালেন পাহাড়বাসীকে
বেস্ট কলকাতা নিউজ : দার্জিলিঙে এসে কি ভাবে পাহাড় এর উন্নয়ন করা সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীকে সেই উপায় বাতলে দিলেন রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় দখলের পর। পাহাড়বাসীর উদ্দেশ্যে তাঁর আরও বিনীত আবেদন, ‘আপনারা মন দিয়ে কাজ করুন পাহাড়ের জন্য । দেখুন না, দার্জিলিং, কার্শিয়াং কোথায় পৌঁছে যায়।’
মূলত দার্জিলিঙে গিয়ে পাহাড়ের সব রাজনৈতিক দলের কাছে মুখ্যমন্ত্রী জানান, ‘পাহাড় হাসলে আমার ভালো লাগে। কথা দিন, আগামী ১০ বছর আপনারা ঝগড়া করবেন না। জিটিএ–এর নির্বাচন হবে কয়েক মাসের মধ্যেই । কাজ করুন মানুষের জন্য ।’ একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী আরও জানান, ‘কিছু কিছু দল আছে ভোটের আগে যারা পাহাড়ে আসে। আর বড় বড় গালভরা প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে এদের টিকিও একবারের জন্যও দেখা যায় না।’ পাশাপাশি মোদী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রকে বলেছিলাম পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত চালুর কথাও। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকার আইন পাশ করাতে পারল না।