মুখ্যমন্ত্রী মাসে দু’দিন বসবেন এসএসকেএম হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যে বিশেষ নজর রাখার জন্য বিভাগীয় মন্ত্রিত্বের ভার নিজের কাঁধে রেখেছিলেন তৃতীয়বার ক্ষমতায় আসার পর। এখন আবার কাজ চলছে স্বাস্থ্য দপ্তরের অধীনে ক্যান্সার হাসপাতাল নির্মাণ সহ বড় বড় একাধিক প্রকল্পেরও। তাই এবার মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে নিয়মিত বসার সিদ্ধান্ত নিলেন এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সেখানে একটি বৈঠকও সারেন। এমনকি মুখ্যমন্ত্রী ঘণ্টা দুয়েক ছিলেন হাসপাতালের উডবার্ন ব্লকেও। সেখান থেকে বেরিয়ে দু’সপ্তাহে অন্তত একবার এই হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের বৈঠক করার কথাও তিনি বলেন।
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘স্বাস্থ্যভবন অনেক দূরে।তাছাড়া ওখানে বসেন স্বাস্থ্যসচিব নিজেই। নবান্ন থেকে ফেরার পথে বরং অনেক সুবিধা এসএসকেএম। এবার থেকে আমি প্রতি ১৫ দিন অন্তর পিজি-তে বসব। অধিকর্তা মণিময় ব্যানার্জি বলেছেন, একটা কনফারেন্স রুম তৈরি করে দেবেন ১২-১৪ জন বসে মিটিং করার মতো।স্বাস্থ্যসচিবকে ডেকে নেব সেখানেও। কখনও বা ডেকে নেব মুখ্যসচিবকেও। অনেকগুলো প্রকল্পের কাজ চলছে।’ এসএসকেএমের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যালেও ক্যান্সার হাসপাতাল গড়ে উঠছে টাটা মেমোরিয়াল হাসপাতালের সহায়তায়। নানা হাসপাতালে অনেক সমস্যা হয় মূলত বিভিন্ন সময়ে। এবার থেকে সে সব সমস্যার কথা সরাসরি শুনবেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই।