‘মেট্রোর উদ্বোধন হোক, সঙ্গে ফিরুক’ আমাদের বাড়িও, এমনটাই জানালেন বউবাজারের স্থানীয় বাসিন্দারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মেট্রোর উদ্বোধন হোক, তবে গুরুত্ব দেওয়া হোক আমাদের বাড়ি তৈরির ব্যাপারেও, এমনটাই দাবি জানালেন বউবাজারের বিপর্যস্ত এলাকার বাসিন্দারা । নতুন তিনটি রুটে মেট্রো চালু হবে ওই ২২ তারিখ থেকে। এবার উদ্বেগের সুরেই বড়সড় দাবি তুললেন বউবাজারের বাসিন্দারা। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন ২০১৯ সালে প্রথমবার বিপর্যয় হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ সময়। এখনও অনেকেই গৃহহীন। অনেকেই কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের দেওয়া অর্থে অন্যত্র ভাড়ায় থাকছেন। এই কয়েক বছরে আরও তিনবার বিপর্যয় হয়েছে বউবাজারে। ভূ-গর্ভে জল বেরিয়ে ধস নেমেছে।

এদিকে পুরসভার তথ্য বলছে, ২৪টি বাড়ি সম্পূর্ণ রূপে এবং ১৫টি বাড়ি আংশিক রূপে ভেঙে পড়েছে। তবে উদ্বেগের মেঘ কাটিয়ে পরবর্তীতে কাজ চলেছে পুরোদমে। যে প্রকল্প নিয়ে কার্যত প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল,বিপর্যস্ত এলাকার বাসিন্দারা বলছেন, মেট্রো প্রকল্প হোক। সাধারণ মানুষের কাছে মেট্রো লাইফ লাইন। তবে গুরুত্ব দেওয়া হোক আমাদের বাড়ি তৈরির ব্যাপারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *