মেমারিতে হদিশ মিললো আইপিএল নিয়ে বেটিংয়ের বড়সড় চক্রের , পুলিশের জালে তিন অভিযুক্ত
বেস্ট কলকাতা নিউজ : মেমারি থানার পুলিশ খোঁজ পেল আইপিএল ক্রিকেট নিয়ে বড়সড় একটি বেটিংয় চক্রের। এমনকি গ্রেফতার করা হয়েছে চক্রের সঙ্গে যুক্ত তিনজনকেও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে তাদের সঙ্গে মেমারি ও বর্ধমানের আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও। পুলিশের আরও অনুমান, বহুদূর পর্যন্ত বিস্তৃত বেটিংয়ের জাল। এমনকি রাজ্যজুড়েও সক্রিয় এই বেটিং চক্র। কোটি কোটি টাকার লেনদেন চলছে বেটিংয়ের এই কারবারে। এই বেটিং চলছে বিভিন্ন ধরণের অ্যাপস ব্যবহার করেই।এমনকি এ ধরণের চারটি অ্যাপসেরও খোঁজ পেয়েছে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃতদের নাম যথাক্রমে সুরঞ্জন বিশ্বাস, কালীচরণ সাউ ও পার্থসারথী বিশ্বাস। ধৃতদের বাড়ি মেমারির ব্রাহ্মণপাড়া, কলেজপাড়া ও দেশবন্ধুপল্লি এলাকায়। এমনকি বাজেয়াপ্ত করা হয়েছে বেটিংয়ে ব্যবহৃত ৪টি মোবাইল ফোনও।একটি আইফোনও রয়েছে তারমধ্যে। এছাড়াও পুলিশ বাজেয়াপ্ত করেছে ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ৬০ হাজার টাকাও। বাজেয়াপ্ত করা হয়েছে বেটিংয়ের হিসাবপত্র রাখার জন্য ব্যবহৃত খাতাপত্রও। পুলিশ অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জুয়া চালানোর ধারায় মামলা রুজু করেছে মেমারি থানার সাব-ইনসপেক্টর বুদ্ধদেব ঘোষের অভিযোগের ভিত্তিতে। চক্রের বাকিদের খোঁজ পেতে এবং বেটিংয়ের কারবারের বিষয়ে বিশদ ভাবে জানতে পুলিস আদালতে আবেদন জানিয়েছিল ধৃতদের ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে। অভিযুক্তদের একদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম রতনকুমার গুপ্তা।