মেসেজ উধাও হয়ে যাবে , ‘ভ্যানিশ মোড’ নিয়ে এল ফেসবুক কতৃপক্ষ
বেস্ট কলকাতা নিউজ : ফেসবুক একটি অত্যন্ত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গ্রাহকদের কাছে। তবে গ্রাহকদের জন্য ফেসবুক মেসেঞ্জার এবং ইন্সটাগ্রাম বরাবর নিয়ে আসে একের পর এক নতুন চমক যা সাধারণকে সুবিধা দিয়ে থাকে। তবে এবারে সম্পূর্ণ নতুন এক আপডেট আসতে চলেছে মেসেঞ্জারে। যা সাধারণকে সুবিধা দেবে। এই নয়া ফিচারের নাম রাখা হয়েছে ভ্যানিশ মোড।
এই নয়া ফিচার আনা হয়েছে গ্রাহকদের কথা মাথাতে রেখেই। ইতিমধ্যে জনপ্রিয় ইন্সটাগ্রাম থেকে শুরু করে whatsapp নিয়ে এসেছে একের পর এক আপডেট। যা গ্রাহকদের ক্রমেই আকর্ষণ করেছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে মেসেঞ্জারের তরফে এই আপডেট নিয়ে আসা হয়েছে গ্রাহকদের কথা ভেবেই। এই নতুন আপডেট আসতে চলেছে যদিও ফেসবুকের তরফে তা আগেই জানানো হয়েছিল ।
তবে জানা গিয়েছে whatsapp এ আসা disappearing message এর থেকে অনেকটাই আলাদা এই ফিচার। এই ফিচারের ফলে মেসেজ দেখার কিছুক্ষন পরেই অদৃশ্য হয়ে যাবে তা নিজে থেকেই। পাশপাশি যদি ভ্যানিশ হওয়ার আগে মেসেজের স্ক্রিন শট নিলে তা সেন্ডারের কাছে নোটিফিকেশন পাঠানো হবে।