সুন্দর পট চিত্রে সেজে উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরের দেওয়াল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুন্দর সুন্দর পট চিত্রে সেজে উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসকের দপ্তরের দেওয়াল । মূলত পিংলার নয়া গ্রামের পট শিল্পের সঙ্গে যুক্ত থাকা ২৪৪ টি পটুকার পরিবারের হাতে টানা ৬ মাস সেভাবে কোনো কাজ ছিল না করোনা আবহে লক ডাউনের জেরে। তাঁরা আবেদন জানিয়েছিলেন এমনকি জেলা শাসক রশ্মি কমলের কাছে। তিনি তাঁদের অর্থ সংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তাঁদের দুদর্শার কথা মাথায় রেখেই।

সেইমতো পট চিত্র ফুটিয়ে তোলার জন্য তাঁদের সামনে খুলে দেন জেলা কালেক্টরেট এর বিশাল দেওয়াল। গত একমাস ধরে এমনকি অনবরত কাজও করে চলেছেন পিংলার নয়া গ্রামের পটুকার মনু চিত্রকর ও বাহাদুর চিত্রকর । কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই চোখ জুড়িয়ে যাবে দুপাশের দেওয়াল চোখ পড়লেই। বামদিকের দেওয়ালে শোভা পাচ্ছে কৃষ্ণলীলা । কৃষ্ণের গোকুলে বেড়ে ওঠা থেকে মাখন চুরি , রাধার সঙ্গে খুনসুটি সব ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে ১০০ টি ছবির মধ্যে দিয়ে যেগুলি ঘিরে রেখেছে মূল ছবিকে।

একই ভাবে ডানদিকের দেওয়ালে শোভা পাচ্ছে চন্ডি-মঙ্গল। কখনো দেবী চন্ডি মহিষাসুরকে বধ করছেন রণচন্ডি মূর্তি ধারণ করে। আবার কখনো পুজো পাচ্ছেন গৃহস্থের উঠানে। এখানেও চন্ডি মঙ্গল কাব্য ফুটিয়ে তোলা হচ্ছে মূল ছবিকে ঘিরে ছোট ছোট ১০০ টি ছবি দিয়ে। পট চিত্র যেভাবে ভেষজ রঙ দিয়ে আঁকা হয় এখানে দেওয়ালে সেসব উঠে যাব। তাই ব্যবহার করা হচ্ছে রাসায়নিক রঙের ওয়েদার কোট।ধুলো , ময়লা জমলেও ধোয়া যাবে এমনকি জল দিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *