মোদী-শাহের বিরুদ্ধে প্রয়োগ করা হোক বিপর্যয় মোকাবিলা আইন, এমনটাই চান অভিষেক ব্যানার্জী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন আলাপন-বিতর্কে। ডায়মন্ড হারবারের সাংসদ বুধবার গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ইয়াস বিধ্বস্ত এলাকা পরদর্শনে। সেখানে তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত মহামারি আইন।

অভিষেক বুধবার দুপুরে পাথরপ্রতিমায় এসেছিলেন ইয়াস-বিধ্বস্ত নদীবাঁধ ও দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে। দুপুর ১টা নাগাদ তিনি হেলিকপ্টার থেকে নামেন স্থানীয় দক্ষিণ মহেন্দ্রপুর শিবপ্রসাদ ভগবত্‍চন্দ্র হাইস্কুল মাঠে। সেখান থেকে তিনি দুর্গাচকে যান। শ’পাঁচেক দুর্গত মানুষ রয়েছেন সেখানকার ‘ফ্লাড সেন্টার’-এ। তিনি তাঁদের সঙ্গে কথাও বলেন। এমনকি প্রশাসনিক ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন। অভিষেক দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দেন। তিনি বলেন, ‘আপনাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলে ৫ হাজার টাকা এবং সম্পূর্ণ ক্ষতি হলে ২০ হাজার টাকা অর্থসাহায্য পাবেন। অর্থ সাহায্য মিলবে গবাদি পশু, পানের বরোজের কোনো রকম ক্ষতি হলেও। ক্ষতিপূরণ পাবেন এমনকি মত্‍স্যজীবীরাও। আমি অনুরোধ করব, সকলে থাকুন এখানেই। কেউ সাহায্য করুক বা না করুক তত দিন কোনও চিন্তা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন রয়েছেন।’

সেখান থেকে বেরিয়ে তিনি যান রামগঙ্গা ঘাটে। সেখানে লঞ্চে চাপেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা, সেচ দফতর ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে। ওয়াল ক্রিক নদী পেরিয়ে অভিষেক পরিদর্শন করেন বিধ্বস্ত গোপালনগর এলাকাও। লঞ্চে বসেই তিনি দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির খবর নেন। পরে ফের ফিরে আসেন রামগঙ্গাতেই । সেখান থেকে যান একটি বেসরকারি হোটেলে তৃণমূলের তত্ত্বাবধানে থাকা একটি ‘ফ্লাড সেন্টারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *