মোদী সরকার বিকৃত করছে দেশের ইতিহাসকে ‘, মহুয়া মৈত্র সরব হল সংসদে
বেস্ট কলকাতা নিউজ : মোদী সরকার চেষ্টা করছে দেশের ইতিহাসকে বিকৃত করার। লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এভাবেই সরব হলেন মোদী সরকারের বিরুদ্ধে। তাঁর আরও মন্তব্য, ‘বিজেপি চরম আতঙ্কিত ভবিষ্যৎ নিয়ে আর বর্তমানকে অবিশ্বাস করে। আপনাদের আরও ভয় ভবিষ্যতের ভারত আরামপ্রদ হবে নিজেদের মতো করেই। সমৃদ্ধ হবে বৈপরীত্য নিয়েই। তাই শুধু আপনারা উদ্বিগ্ন নন আমাদের ভোট নিয়ে। আপনারা, সবকিছু ঠিক করে দিতে চান আমাদের মনে, ঘরে ঢুকে। আপনারা এও বলতে চান কে কী খাবে, কী পরবে, কাকে ভালবাসবে।’
এদিকে, লোকসভায় তৃণমূল সাংসদ যখন বিজেপির উদ্দেশ্যে সরব, তখন অনুষ্ঠিত হয় হইহট্টগোলহীন রাজ্যসভার অধিবেশন ।পাশাপাশি, রাহুল গান্ধীর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের জন্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্বাধিকারভঙ্গের নোটিশও আনে । রাহুলের ভাষণে আপত্তি তুলে এই উদ্যোগ বিজেপি সাংসদের।অপরদিকে, চিন-পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হয়েছে মোদী সরকারের ভ্রান্ত বিদেশনীতির জেরে, সংসদে এমনি অভিযোগই তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । তাঁর আরও মন্তব্য, ‘একটা বড় পাপ আপনারা করেছেন দেশের মানুষের সঙ্গে। চিনের একটা স্বচ্ছ পরিকল্পনা ছিল। সেটা বেজিং রূপায়িত করেছে ডোকলাম এবং লাদাখে। এটা একটা বড় হুমকি রাষ্ট্রের কাছে। আমরা একটা বড় ভুল করে ফেলেছি বিদেশ নীতির ক্ষেত্রেও।’
তবে কংগ্রেস সাংসদ এখানেই থামেননি। তিনি সুর চড়িয়েছেন এমনকি কর্মসংস্থান এবং বেকারত্ব নিয়েও। তার কথায়, দেশে বেকারত্ব ৫০ বছরের মধ্যে সর্বাধিক। দেশব্যাপী ক্রমেই স্পষ্ট হচ্ছে গরিব এবং উচ্চবিত্তের ফারাক। রাষ্ট্রপতির ভাষণে আলোকপাত করা হয়নি সাম্প্রতিক এই সমস্যাগুলোর উপর। এভাবেই রাহুল গান্ধী সংসদে সরব হয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। তিনি আরও বলেন, ‘২০২১-এ কাজ হারিয়েছেন ৩ কোটি যুবক । আপনারা বলছেন মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়ার কথা। কিন্তু কিছু বলছেন না দেশের যুবসম্প্রদায়ের কর্মসংস্থান নিয়ে।’