ম্যানহোলে পড়ে ঠিকাকর্মীর মৃত্যু লেদার কমপ্লেক্সে , দেহ উদ্ধার তিনঘণ্টা পর
বেস্ট কলকাতা নিউজ : সাতসকালেই লেদার কমপ্লেক্সে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বছর কুড়ির এক ঠিকাকর্মীর মৃত্যু হল ম্যানহোলে পড়ে গিয়ে। তাঁর নিথর দেহ উদ্ধার করা হয় তিনঘণ্টা পর। পুলিশ জানিয়েছে, ওই ঠিকাকর্মীর বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়। নাম সাইন গাজি। তিনি এখানে এসছিলেন ম্যানহোল রঙের কাজ করতে। ম্যানহোল রঙের কাজ চলছে কমপ্লেক্সের ৩ নম্বর গেটের কাছে, সেখানে তিনি কাজ করছিলেন ঠিকাকর্মী হিসাবে।
দমকলের স্টেশন অফিসার জালালুদ্দিন মোল্লা জানান, একটি আবাসন তৈরির কাজ চলছে লেদার কমপ্লেক্সের সিএমসিতে। হাইড্রেন তৈরির কাজ চলছে সেই আবাসনেরই। সেখানে রঙের কাজ করতে এসছিলেন তিন ঠিকাকর্মী । আচমকাই তাঁরা ম্যানহোলে পড়ে যান। কিন্তু দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন অনেকটা পিছনে থাকায় ম্যানহোলে তলিয়ে যান। তিনঘণ্টা চেষ্টা চালানোর পর ওই যুবককের লাশ ম্যানহোলের পাইপ থেকে উদ্ধার করা হয়েছে জিসিপি দিয়ে মাটি খুঁড়ে।