ময়মনসিংহে দীপু দাস হত্যায় দিল্লিতে তুমুল বিক্ষোভ ঘিরে তরজা, ফের তিক্ত হল ভারত-বাংলাদেশ সম্পর্ক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভে দেখান কয়েকজন ৷ এর ফলে হাইকমিশনের সুরক্ষা লঙ্ঘিত হয়েছে, জানিয়ে খবর প্রকাশ করে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির একাংশ ৷ কিন্তু বিদেশমন্ত্রক বিবৃতিতে জানায় এই খবরগুলি বিভ্রান্তিকর ৷ এর পাল্টা বিবৃতিতে বাংলাদেশের দাবি, ২০ডিসেম্বর হাইকমিশনের সামনে যা ঘটেছে, তা দুঃখজনক ৷ একে ‘বিভ্রান্তিকর প্রচার’ বলে চালানো যায় না ৷

পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ফের সরব হয়েছে ভারত সরকার ৷ বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে প্রথমে পিটিয়ে খুন করা হয় ৷ পরে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা ৷ এই নৃশংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷ এমনকি তিনি দোষীদের উপযুক্ত সাজার আর্জিও জানিয়েছেন ৷ এর প্রতিবাদে নতুন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হওয়া বিক্ষোভ নিয়েও ব্যাখ্যা দেন তিনি ৷

এদিকে বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “এই ঘটনায় বিভ্রান্তিকর তথ্যপ্রচার করছে বাংলাদেশের সংবাদমাধ্যমের একটি অংশ ৷ আমরা সেই খবরগুলি দেখেছি ৷ প্রকৃত তথ্য,২০ ডিসেম্বর ২০-২৫ জন তরুণ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের নৃশংস মৃত্যুর প্রতিবাদ জানিয়ে তাঁরা স্লোগান দিচ্ছিলেন ৷ এছাড়া বাংলাদেশের বাকি সংখ্যালঘুদের নিরাপত্তার কথাও বলছিলেন তাঁরা ৷ কিন্তু এই বিক্ষোভের সময় হাইকমিশনের নিরাপত্তা বিঘ্নিত হয়নি ৷ কেউ নিরাপত্তা বেষ্টনী টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেনি ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *