কীভাবে যোগ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে? প্রশাসন ইডি-র কাছে সময় চাইল পাণ্ডুয়া পঞ্চায়েতে অয়নের নিয়োগের তথ্য দিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের তথ্য পাঠাতে সময় চাইল হুগলি জেলা প্রশাসন। ইডি-র কাছে সময় চেয়েছে হুগলি জেলা প্রশাসন। পাণ্ডুয়া ব্লকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্য়ান্ট ছিলেন অয়ন। হুগলি জেলা প্রশাসনের কাছে অয়নের সেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছিল ইডি। সেই তথ্য দেওয়ার ক্ষেত্রেই সময় চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। বেশিরভাগ পুরসভাই ২০১৪ সাল থেকে নিয়োগের নথি চাওয়া জমা দিয়েছে ইডি দফতরে। কিন্তু কেন এখনও হুগলি জেলা প্রশাসন শুধু একজনের নিয়োগ নথি জমা দিতে পারল না, তা নিয়েই প্রশ্ন উঠছে। ইডি-র তরফে হুগলির জেলা প্রশাসনকে সময় দেওয়া হয়েছে।

সূত্রের খবর, চুঁচুড়ার জগুদাসপাড়ার বাসিন্দা হলেও ২০১৯ সালের পর থেকে অধিকাংশ সময় চুঁচুড়ার বাইরে থাকতেন অয়ন। ২০১৮ সাল থেকে পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিসাবে কাজ করতেন। পরে ডুমুরদহ নিত্যানন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও বেশ কিছু দিন কাজ করেন। এর আগেই বিষয়টি প্রকাশ্যে আসে। তখনই সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল পাণ্ডুয়া পঞ্চায়েতের তৎকালীন প্রধান অভিজিৎ রায়। তিনি জানান, খুব একটা বেশি অফিসে যেতেন না অয়ন। তাঁর বক্তব্য ছিল, “তৎকালীন সময়ে ৬-৭ মাস অয়নের সঙ্গে কাজ করেছি। তবে যখন তিনি আসতেন তখন এসইউভি গাড়িতে চড়ে আসতেন। খুব একটা বেশি এখানে আসতেন না। পাণ্ডুয়া পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন। ২০১৪ সালে পান্ডুয়া থেকে বদলি হয়ে তিনি বলাগড়ে চলে যান ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *